Wellcome to National Portal

"ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ভোটার হওয়ার যোগ্য কোন ব্যক্তি ভোটার না হয়ে থাকলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ভোটার নিবন্ধন করতে পারবেন।"

"গ" ক্যাটাগরিভুক্ত জাতীয় পরিচয়পত্র সংশোধনীর শুনানী সপ্তাহের প্রতি সোমবার ও মঙ্গলবার অফিস চলাকালীন সময়ে সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়, যশোর-এ অনুষ্ঠিত হয়

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এনআইডি সেবা সংক্রান্ত পরামর্শের জন্য এনআইডি সেবা বক্সে প্রবেশ করুন। প্রয়োজনে যোগাযোগ করুন-০১৯২৬৩০৩৮৫৬.

এনআইডি সংশোধনের জন্য শুধুমাত্র সরকার নির্ধারিত ফি ব্যতীত অন্য কোন অর্থের প্রয়োজন হয় না। কোন প্রকার নগদ অর্থ লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো।

" মুদ্রিত স্মার্টকার্ড যারা সংগ্রহ করতে পারেননি তারা সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে তাদের মুদ্রিত স্মার্টকার্ড সংগ্রহণ করতে পারবেন"


সিটিজেন চার্টার

জেলা নির্বাচন অফিসারের কার্যালয়

যশোর।

 

সিটিজেন চার্টার ও সেবাসমূহ

 

০১। জাতীয় ও স্থানীয় পর্যায়ের নির্বাচন সম্পন্ন করা।

০২। জাতীয় পর্যায়ে রাষ্ট্রপতি নির্বাচন, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন এবং পৌরসভা নির্বাচন সম্পন্ন করা।

০৩।১৮ (আঠার) বছরের উর্দ্ধের সকল নাগরিকের ছবিসহ ভোটার তালিকার নাম অন্তর্ভূক্তিসহ ভোটার তালিকা প্রণয়ন করা।

০৪। ভোটার তালিকার পাশাপাশি জাতীয় পরিচয় পত্র প্রণয়ন এবং যথাযথভাবে বিতরণের ব্যবস্থা গ্রহণ করা।

০৫। ভোটার স্থানান্তর, জাতীয় পরিচয় পত্র সংশোধনসহ জেলা প্রশাসনের নানামুখী উন্নয়ন কর্মেকান্ডে অংশগ্রহণ করা।

০৬। জাতীয় সংসদ নির্বাচনের জন্য আসনভিত্তিক নির্বাচনী সীমানা নির্ধারণ করা।

০৭। নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত ফি এর মাধ্যমে বিভিন্ন নির্বাচনের ছবিছাড়া ভোটার তালিকার সিডি সরবরাহ করা।

০৮। নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত ফি এর মাধ্যমে ভোটার তালিকা পর্যবেক্ষণ, সার্টিফাইড কপি প্রদান করা।

০৯। জাতীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নির্বাচনে সাধারণ জনগণের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনের লক্ষ্যে উদ্বুদ্ধকরণ ও সচেতনামূলক কার্যক্রম গ্রহণ।

১০। সঠিক ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করনে লক্ষ্যে স্থানীয় পর্যায়ের বিভিন্ন শ্রেণী ও পেশাজীবির সাথে মতবিনিময়, পরামর্শ গ্রহণ ও কার্যক্রম গ্রহণ।

১১। সরকারের যে কোন উন্নয়ন মূলক কার্যক্রমে জলা ও উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারীদের সক্রিয়ভাবে অংশ গ্রহণ।

১২। জাতীয় সংসদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্র নির্ধারণ করা।

১৩। জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানের উদ্দেশ্যে পরামর্শ প্রদান।

১৪। প্রবাসে অবস্থান করার কারনে যারা ভোটার হতে পারেননি তাদেরকে ভোটার তালিকায় নাম অর্ন্তভূক্তির ব্যবস্থা করা।

১৫। নির্বাচন সংক্রান্ত বিষয়ে কেউ কোন তথ্যাদি জানতে চাইলে তাকে সঠিক পরামর্শ দেওয়া।

১৬। ১৮ বছর বয়সের একজন নাগরিককে ভোটার হতে উদ্ভুদ্ধ করা এবং ভোট প্রদানে উৎসাহিকরে তোলা।

১৭। জেলা নির্বাচন অফিসে এসে কোন মানুষ যাতে হয়রানির শিকার না হন এবং কোন সেবা হতে বঞ্চিত না হন সে বিষয়ে সবসময় সচেষ্ট থাকা।

সম্পূর্ণ ওয়েবসাইটটি পরিদর্শনের জন্য আপনাকে ধন্যবাদ। সেবা সংক্রান্ত যে কোন পরামর্শের জন্য স্বশরীরে অফিসে যোগাযোগ  করার জন্য অনুরোধ করা হলো।  ধন্যবাদান্তে- সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, যশোর।