Wellcome to National Portal

"ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ভোটার হওয়ার যোগ্য কোন ব্যক্তি ভোটার না হয়ে থাকলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ভোটার নিবন্ধন করতে পারবেন।"

জাতীয় পরিচয় পত্র সংশোধন বিষয়ে সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, অনলাইনে প্রাপ্ত আবেদনসমূহ ক্যাটাগরি নির্ধারণ হওয়ার পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে আবেদনটি নিষ্পত্তি হয়ে থাকে। এক্ষেত্রে, আবেদনটির বিষয়ে গৃহীত কার্যক্রম সম্পর্কিত বিষয়ে সংশ্লিষ্ট আবেদনকারীকে অবহিত করার লক্ষ্যে  মোবাইলে এসএমএস প্রেরণ করা হয়। এজন্য আবেদনের সময় অবশ্যই সংশ্লিষ্ট আবেদনকারীর  নিজস্ব /ব্যক্তিগত মোবাইল নম্বর প্রদানের অনুরোধ করা হলো। উল্লেখ্য যে, আবেদনের তারিখ অনুযায়ী  ক্রমান্বয়ে আবেদনসমূহ নিষ্পত্তি করা হয়।

Main Comtent Skiped

এনআইডি সেবা সংক্রান্ত পরামর্শের জন্য এনআইডি সেবা বক্সে প্রবেশ করুন। প্রয়োজনে যোগাযোগ করুন-০১৯২৬৩০৩৮৫৬.

এনআইডি সংশোধনের জন্য শুধুমাত্র সরকার নির্ধারিত ফি ব্যতীত অন্য কোন অর্থের প্রয়োজন হয় না। কোন প্রকার নগদ অর্থ লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো।

" মুদ্রিত স্মার্টকার্ড যারা সংগ্রহ করতে পারেননি তারা সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে তাদের মুদ্রিত স্মার্টকার্ড সংগ্রহণ করতে পারবেন"


D O Related Information

গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত সচিব সভায় মাননীয় প্রধান উপদেষ্টা সিনিয়র সচিব/সচিবগণের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। উক্ত নির্দেশনাসমূহ অনুসরণ করার জন্য নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারীগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সম্পূর্ণ ওয়েবসাইটটি পরিদর্শনের জন্য আপনাকে ধন্যবাদ। সেবা সংক্রান্ত যে কোন পরামর্শের জন্য স্বশরীরে অফিসে যোগাযোগ  করার জন্য অনুরোধ করা হলো।  ধন্যবাদান্তে- সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, যশোর।